নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক রংপুর সদর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান নাসিমা জামান ববি পাওয়ায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ছে।
গতকাল শনিবার রাতে রংপুর সদর উপজেলা পরিষদ মাঠে রংপুর সিটি করপোরেশন ১৬ নং ওয়ার্ড কাউন্সিল আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ও বিভাগী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আনোয়ারুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, ১ নং মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজুল ইসলাম, ২ নং হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, চন্দনপ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদ্যপুষ্কনি ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, ৫নং খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান মোত্তালেবুল হক প্রমুখ।