বীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক  শ্রমিকের মৃত্যু

আমাদের প্রতিদিন
2023-11-21 18:29:22

বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:

বাড়ী রং করার সময় দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে স্বপন রায় (১৮)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্বপন রায় বীরগঞ্জ পৌর শহরের ৮নং ওয়ার্ডের ফায়ার ষ্টেশন এলাকার হিরা লাল রায়ের ছেলে।আজ মঙ্গলবার  দুপুরে পৌর শহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার মি. গোপাল রায়ের বাসায় রংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বীরগঞ্জ পৌরসভার প্যালেন মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব মামুন জানান, পৌর শহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার মি. জোতিন্দ্র রায়ের ছেলে মি. গোপাল রায়ের বাসায় রংয়ের কাজ করছিল স্বপন রায়। কাজ করার এক পর্যায়ে দুপুরে বাড়ীর উপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায় স্বপন রায়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।