বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর থানা পুলিশ নাশকতার অভিযোগে জামায়াত ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মীকে আটক করেছে।
পুলিশ জানায়, আজ শুক্রবার (১৫ সেপ্টে:) জুমার নামাজের পর বিরামপুর শহরের পূর্বপাড়া মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন, বিরামপুর উপজেলার জোতমাধব গ্রামের জামিল হোসেন (৩৫), বুজরুক গঙ্গাপুরেরর আঃ মান্নান (৬৫), শ্যামনগরের মোজাফফর রহমান (৭৩), খিয়ার মামুদপুরের নূরুজ্জামান (৪০), মাধুপুরের ওমর ফারুক (৩২), মুকুন্দপুরের আনোয়ার হোসেন (৪০), মুকুন্দপুরের রফিকুল (৫৫), বুজরুক গঙ্গাপুরের আক্কাস আলী (৩২), পূর্বজগন্নাথপুরের শামসুদ্দিন আহমেদ (৫৫), কলেজ পাড়ার আনোয়ার হোসেন (৪৫), চাঁদপুরের তোতা মিয়া (৬৭), টাটকপুরের সাজ্জাদুর রহমান (২০), নববাগঞ্জ পুলবান্ধা গ্রামের নাইম ইসলাম (১৮), ফুলবাড়ি শ্রীহরিপুর মেলাবাড়ি গ্রামের ইসমাইল হোসেন (৩২), পার্বতীপুর লালবিলাস গ্রামের জিয়াউর রহমান (৩৭), তাজনগর কাজীপাড়ার হাবিবুর রহমান (১৮)। তারা জামায়াত-শিবিরের বিভন্ন পর্যায়ের নেতা-কর্মী।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, জামায়াত-শিবিরের লোকজন বাঁশের লাঠি, রড, গাছের ডাল ও ইট-পাথর নিয়ে নাশকতার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আজ শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।