গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল এর পরিচালনায় ২৩৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট গঙ্গাচড়া'র আয়োজনে ও উপজেলা পরিষদ এডিপি'র অর্থায়নে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর ) সকালে গঙ্গাচড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হলরুমে ৫ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন,গঙ্গাচড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নুরুন নবী রানা, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া উপজেলা স্কাউট কমিশনার মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোর্স লিডার আব্দুর রউফ আকন্দ (এএলটি)।