নাগেশ্বরীতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2023-12-01 20:52:07

নাগেশ্বরীতে(কুড়িগ্রাম)প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন করা হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে রোববার সকাল ১০টায় একটি র‌্যালি উপজেলা প্রশাসন থেকে বের হয়ে প্রতীক মুক্তমঞ্চে এসে শেষ করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে প্রতীক মুক্তমঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ-এর সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় এ সময় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা প্রকৌশলী ওয়াসিম আতহার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী প্রমুখ।