কাউনিয়ায় ভেজাল বালাইনাশক জব্দ:ব্যবসায়ীর জরিমানা

আমাদের প্রতিদিন
2024-07-15 00:42:38

কাউনিয়া প্রতিনিধি:

রংপুরর কাউনিয়ায় ভেজাল বালাইনাশক (কীটনাশক) বিক্রি ও মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ৬০ কেজি ভেজাল বালাইনাশক গ্রোজিং ও ৬০ কেজি ভেজাল থিয়োভিট  জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়।

আজ সোমবার (২৩ অক্টোবর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মহিদুল হক।

এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, কাউনিয়া থানা পুলিশের একটি দল প্রমুখ। কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, টেপামধুপুর বুড়িরহাট বিশ্বানাথ গ্ৰামের ফজলুল হকের দোকানে বিক্রির জন্য বিপুল পরিমাণ ভেজাল বালাইনাশক (কীটনাশক) মজুত রয়েছে।  এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফজলুল হকের দোকান থেকে ১২০ কেজি ভেজাল বালাইনাশক (কীটনাশক) জব্দ করা হয়। ভেজাল বালাইনাশক বিক্রয়ের উদ্যোশে মজুত রাখার অপরাধে ফজলুল হককে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ভেজাল বালাইনাশক (কীটনাশক) গুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান, ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ীর অর্থদন্ড  রায় প্রদান করা হয়েছে।