গঙ্গাচড়ায় পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম স্থাপন বিষয়ে মতবিনিমিয় ও উপকরণ বিতরণ

আমাদের প্রতিদিন
2024-06-28 01:46:39

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে বাস্তবায়নাধীন পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম স্থাপন বিষয়ে মতবিনিমিয়, উপকরণ বিতরণ ও সামাজিক সভা অনুষ্ঠিত হয়েছে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার  উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপড়ীখাল বান্নিপাড়া গ্রামের ৭৮ পরিবারের কৃষক-কৃষানীর সাথে মতবিনিময় শেষে   উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মারুফা ইফতেখার সিদ্দিকার সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং অফিসার আমিনা খাতুন।এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা একেএম ফরিদুল হক,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মোস্তারীসহ উপসহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।