চিলমারীতে অবৈধ যানের বৈধ ব্যবহার

আমাদের প্রতিদিন
2024-07-27 01:21:47

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

নির্বাচন এলেই অবৈধ যান পরিণত হয়ে যায় বৈধ যানে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শনিবার এমন অবৈধ অর্ধ শতাধিক লাইসেন্স বিহীন ট্রাক্টর ও কিছু জেএসএ সংগ্রহ করে তা দিয়েই উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স, পেপারসহ পুলিশ প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের কেন্দ্রে কেন্দ্রে পাঠাতে দেখা গেছে।এ সময় উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে থাকা অনেকে বলেন, নির্বাচন এলে কৌশলে অবৈধ যানকে বৈধতার স্বীকৃতি দিচ্ছে প্রশাসন। ফলে কদর বেড়ে যাচ্ছে এসব লাইসেন্স বিহীন যানের।ওই সকল যানবাহন ছাড়া কেন্দ্রে মালামাল পাঠানোর বিকল্প পদ্ধতি ছিল না বলেও জানান সংশ্লিষ্টরা। তাদের চাহিদা মোতাবেক জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ফোন করে ওই সকল যানবাহন ডেকে এনে থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জমা করে। পরে তাদের উপজেলা পরিষদে ডেকে নির্বাচনী মালামালসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।গতকাল উপজেলায় এমন অর্ধ শতাধিক যান ব্যবহার করা হয়েছে। যা আজ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। জানা যায়, এসব যান রাস্তায় চলাচলের অনুমতি না থাকলেও প্রতিনিয়ত এসব যান চলছে উপজেলার বিভিন্ন এলাকায়।

ছয় চাকা ট্রাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আবু আল আমিন সিদ্দিক স্বপন জানান,আমাদের ট্রাক্টরগুলিকে বিভিন্ন সময়ে অবৈধ যান হিসাবে আখ্যায়িত করা হলেও আজ ওই যানগুলি রাষ্ট্রিয় কাজে ব্যবহৃত হচ্ছে। আজ আমাদের ৫২টি ট্রাক্টর রাষ্ট্রিয় কাজে লাগায় আমরাও গর্বিত। প্রশাসন ট্রাক্টরগুলি রাষ্ট্রিয় কাজে ব্যবহারের প্রয়োজন বোধ করায় আমরা তা দিয়েছি।