বিরামপুরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

আমাদের প্রতিদিন
2024-07-26 09:19:43

শীত জনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

উত্তর জনপদের বিরামপুর উপজেলায় গত তিনদিনে সূর্যের দেখা মিলেনি। শনিবার (১৩ জানু:) তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে। চলমান শীত মৌসুমে পাল্লা দিয়ে বাড়ছে শীত জনিত ডায়রিয়া ও সর্দি-কাশি। ডায়রিয়া রোগি বাড়ার সাথে হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যার হাসপাতাল) আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ শাহরিয়ার পারভেজ জানান, শীতের প্রভাব কম থাকায় আগে রোগির সংখ্যা ছিল কম। গত ৩/৪ দিন থেকে শীত জেঁকে বসায় হাসপাতালে ডায়রিয়া ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে অনেক রোগি আসছে। প্রতিদিন গড়ে ২০ জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে যারা কম সংক্রমিত তাদেরকে আউটডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগিদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। অপরদিকে আউটডোরে প্রতিদিন ৩০/৩৫ জন করে সর্দি-কাশি আক্রান্ত রোগি চিকিৎসা নিতে আসছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আরএমও আরো জানান, ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জানু:) বিরামপুরে তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।