বিরামপুরে পুকুরের মাছ চুরি মামলায় ৩জন কারাগারে

আমাদের প্রতিদিন
2024-07-27 06:49:51

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

বিরামপুর উপজেলার নরসিংহবাটি গ্রামে একটি পুকুর থেকে ৫ লক্ষাধিক টাকার মাছ চুরির মামলায় আদালতে জামিন নিতে গেলে আদালত তিন আসামীকে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার করমঞ্জি গ্রামের বুলবুল আহমেদ বিনাইল ইউনিয়নের নরসিংহবাটি গ্রামের ১.২৪ একর একটি সরকারি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত ২২ জানুয়ারি সোমবার বিনাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে রবিউল ইসলামের নেতৃত্বে আসামীরা ঐ পুকুর থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির প্রায় ৭৫ মন মাছ ধরে নিয়ে যায়। এঘটনায় বুলবুল আহমেদ ১৭ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ৩০ জানুয়ারি বিরামপুর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে আসামীরা ৩১ জানুয়ারি দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ৪ আসামীকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। আদেশ শুনে ৩নং আসামী বাকুন্ডা গ্রামের মৃত: মোশারফ হোসেনের ছেলে সোহরাব হোসেন শিমু আদালত থেকে কৌশলে পালিয়ে যায়। আদালত অপর তিন আসামী বিনাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, করমজি গ্রামের মৃত: আনছার আলীর ছেলে ফজল হোসেন ও রাণীনগর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আবু বকরকে কারাগারে পাঠিয়েছেন। অপরদিকে মামলার বাদী বুলবুল আহমেদ ৩০ জানুয়ারি থানায় লিখিত জিডিতে উল্লেখ করেন, পলাতক আসামীরা মোবাইল ফোনে তাকে পুকুরে যেতে বারণ করছে এবং তাকে মারপিট, খুন জখম করে লাশ ভারত সীমান্তে ফেলে দেওয়ার হুমকী দিচ্ছে।