সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরে ঈদ উদযাপন করেছে কয়েক হাজার পরিবার

আমাদের প্রতিদিন
2024-05-16 00:41:26

দিনাজপুর প্রতিনিধি:

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের বিভিন্ন স্থানে আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে কয়েক হাজার পরিবার। দিনাজপুর জেলার ৬টি উপজেলায় বিচ্ছিন্নভাবে ৫০টি জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে এসব মুসল্লীরা।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টার ২ শতাধিক মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এই জামাতে ঈমামতি করেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

নামাজ শেষে মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দিনাজপুর সদর ছাড়াও পাশ^বর্তী বিরল উপজেলার কাজিপাড়া, ধুকুরঝাড়ী, কাশিডাঙ্গাসহ প্রায় ১০/১৫ জায়াগা থেকে মুসল্লীরা এই জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসে।

এছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরামপুর উপজেলায় দুইটি গ্রামসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলার কয়েক হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন।