কুড়িগ্রামে ২০ টাকায় স্বাস্থ্য সেবা দিচ্ছে ফুল

আমাদের প্রতিদিন
2024-05-20 03:57:56

কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামে প্রত্যান্ত চরাঞ্চলে গিয়ে এমবিবিএস চিকিৎসক দ্বারা প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা পরামর্শ ও ফ্রি ঔষধ বিতরনের আয়োজন করেছে ফাইট আনটিল লাইট (ফুল)  নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নামমাত্র ২০ টাকা ফি নিয়ে সুবিধা বঞ্চিত প্রায় ৫ শতাধিক নারী পুরুষের চিকিৎসা সেবা দিয়েছে সংগঠনটি।এ স্বাস্থ্য সেবা আগামীতে অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের।

শনিবার ২৭ এপ্রিল দিন ব্যাপী নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি কলেজে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের, মেডিক্যাল অফিসার  ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ আসিফ,উপসহকারী মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুল ইসলাম, উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ তৌহিদুর রহমান তপু, ফুল এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রবিউল ইসলামসহ  ফুলের স্বেচ্ছাসেবকরা।

সংগঠন সুত্রে জানা গেছে ,প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষের মাঝে আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে ফুল। চরাঞ্চলের মানুষ আধুনিক স্বাস্থ্য সেবা থেকে এখনো  পিছিয়ে। রোগ থেকে মুক্তি পেতে এখনো কুসংস্কারের মাঝে পড়ে আছে তারা। অর্থনৈতিক অস্বচ্ছলতা,বাল্য বিয়ে ও স্বাস্থ্য সচেতনতার অভাবে নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের।সেই দিক বিবেচনা করে জনগণের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে জেলার প্রত্যান্ত অঞ্চলে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের কার্যক্রম করে আসছে সংগঠনটি।

চিকিৎসা নিতে আসা মোছাঃ আকলিমা বেগম বলেন, আমরা গরীব মানুষ শহরে গিয়ে ৫০০ -৬০০ টাকা দিয়ে প্রাইভেটে  ডাক্তার দেখার মত সামর্থ নাই।এখানে ২০ টাকা দিয়ে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিলাম সাথে ওষুধও পাইলাম।

৬০ বছরের বৃদ্ধ আবুল হোসেন বলেন,২০ টাহা দিয়ে শহরের এত বড় ডাক্তারোক বাড়ির বগলত দেখাবার পাইলং স্বপ্নেও ভাবি নাই।ডাক্তার সুন্দর করি মোক দেহিল, সাথে মেলাগুলা ওষুধ দেইল।

ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ আসিফ বলেন,ফুল সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করায় সংগঠনটিকে ধন্যবাদ জানাই। প্রত্যান্ত চরাঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে পেরে খুবই ভালো লাগছে।

ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন,সংগঠনটি হত দরিদ্র জনগোষ্ঠির দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে  নাম মাত্র মূল্যে মেডিকেল ক্যাম্প করে আসছি। সেই ধারাবাহিকতায় শনিবার কচাকাটক ডিগ্রি কলেজ তিন ইউনিয়ন ( কচাকাটা, বল্লভের খাস ও কেদার ইউপি ) প্রায় ৫শত রোগীর চিকিৎসা সেবা দেয়া হলো।প্রতি রোগী ২০ টাকার বিনিময়ে গড়ে  প্রায় ১০০০-১৫০০ টাকার মূল্যমানের সুবিধা পেলেন চিকিৎসা সেবা নিতে আসা হত দরিদ্র রোগীরা।