৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

সিলেটে বাম্পার আমন ধানের উৎপাদন

1 year ago
127


 

আবুল কাশেম রুমন,সিলেট :

সিলেটে চলতি বছর দু’দফায় বন্যায় কৃষি ক্ষাতে ব্যাপক ক্ষয় ক্ষতি হলেও তুলনা মুলক বম্পার ফলন হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৬৩ শতাংশ জমির আমন ধান কাটা হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও আলো বেশি থাকায় এবার হেক্টরপ্রতি চালের গড় ফলন পাওয়া গেছে ৩ দশমিক ১০ টন, যা প্রত্যাশার চেয়েও বেশি। সিলেটে এ হার ২ দশমিক ৬৫।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার আমন মৌসুমে ধানের আবাদ হয়েছে ৫৬ লাখ ৫৭ হাজার ৪৪৭  হেক্টর জমিতে। এখান থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন। এর মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মোট ৩১ জেলার ৮০ হাজার ৭৭৭ হেক্টর আমন মৌসুমের ধান আবাদি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬০০ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে যায়। অনাবৃষ্টির কারণে সব জায়গায় একই সময়ে আবাদ শুরু করা যায়নি। সব মিলিয়ে এবার উৎপাদন কমার বড় শঙ্কা তৈরি হলেও রৌদ্রোজ্জ্বল ও অনুকূল আবহাওয়ার কারণে ফলনে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন কৃষিখাত সংশ্লিষ্টরা।

চাল উৎপাদনের তথ্য নিয়ে যৌথ পরিসংখ্যান করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ডিএই। সে তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে আমন মৌসুমে হেক্টর প্রতি ফলনের হার ছিল প্রায় ২ দশমিক ৬২ টন। এর আগে ২০১৮-১৯  থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ফলন  মোটামুটি আড়াই টনের ঘরেই ছিল।

ডিএইর ৪ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, চলতি রোপা আমন মৌসুমে এ পর্যন্ত ৩৫ লাখ ৮৮ হাজার ৫৮ হেক্টর জমির ফসল কাটা হয়েছে, যা মোট জমির প্রায় ৬৩ দশমিক ৪২ শতাংশ। এসব জমিতে চাল উৎপাদন হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৮০ টন। হেক্টর প্রতি ফলনের হার ৩ দশমিক ১০ টন। এছাড়া ধানের  হেক্টর প্রতি ফলন পাওয়া গিয়েছে ৪ দশমিক ৬৫ টন। আর রোপা ও বোনা আমন মিলে হেক্টর প্রতি চালের গড় ফলন দাঁড়ায় তিন টনের কিছু বেশি। সিলেট ছাড়াও অঞ্চলগুলোর মধ্যে গড় ফলন হয়েছে হেক্টরপ্রতি ৩ দশমিক ২৯ টন।

সর্বশেষ

জনপ্রিয়