৮ আশ্বিন, ১৪৩০ - ২৩ সেপ্টেম্বর, ২০২৩ - 23 September, 2023
amader protidin

সিলেটে তীব্র তাপদাহে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি জনজীবনে

আমাদের প্রতিদিন
1 month ago
105


আবুল কাশেম রুমন,সিলেট:

সিলেটে তীব্র তাপদাহে হঠাৎ বৃষ্টিতে স্বস্তি জনজীবনে এসেছে। গত বুধবার (২ আগস্ট) রাতে সিলেট শহর ও এর আশপাশের এলাকাসহ কয়েকটিস্থানে বৃষ্টি হয়েছে। টানা তাপ প্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

তবে সিলেট শহর এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিক থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকায় শীতল বাতাসের সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সিলেট আবহাওয়া কার্যালয় বলছে, দুপুরে সিলেটে বৃষ্টি হয়েছে। যেটা পুরোপুরি পরিমাপের মতো ছিল না। নগরের শাহী ঈদগাহ ও বিমানবন্দর এলাকায় আবহাওয়া অধিদপ্তরের বসানো বৃষ্টি পরিমাপক যন্ত্রের হিসেবে এই তথ্য পাওয়া গেছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় সিলেটের বিভন্ন স্থানে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়