৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

ডোমারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
794


ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিঞ্জান মেলা এবং ৭ম তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে, বিঞ্জান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

২ দিনব্যাপী উক্ত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ টি স্টল অংশ গ্রহণ করে।

সর্বশেষ

জনপ্রিয়