৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রংপুরের তিন সাংবাদিকের নামে চার্জ গঠন

আমাদের প্রতিদিন
4 weeks ago
88


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের তিন সাংবাদিকের নামে করা একটি মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক।আজ বৃহস্পতিবার  দুপুরে শুনানী শেষে চার্জ গঠনের আদেশ দেন তিনি। জানা গেছে, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার ভিজিডির চাল বিতরণের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করার জের ধরে তার শ্বশুর বাদি হয়ে ২০২১ সালের ১৪জুন রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতে মামলাটি দায়ের করেন। আসামী করা হয় দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুন রশিদ ও অনলাইন রংপুরের কন্ঠ পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলামকে। মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিন শুনানী চলে। সংবাদ প্রকাশের কারণে সাইবার ট্রাইবুনাল  রংপুরের আদালতে রংপুরের তিন সাংবাদিকের নামে এটি প্রথম মামলা হওয়ায় বিষয়টি আলোচিত ছিল। এতথ্য নিশ্চিত করেন আইনজীবি পলাশ কান্তি নাগ।

সর্বশেষ

জনপ্রিয়