গঙ্গাচড়া ইউনিয়নের ৩৫২০ পরিবার পরিচিতি কার্ডধারী'র মাঝে টিসিবি পণ্য বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ৩৫২০ পরিবার পরিচিতি কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিতরণের উদ্বোধন করেন গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। একজন সুবিধাভোগী ৪৭০ টাকায় দুই লিটার তেল, ৫ কেজি চাল ও দুই কেজি মশুর ডাল ক্রয় করেন। উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বলেন, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের লোকজন পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে উপকৃত হচ্ছেন। ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছেন। বিতরণকালে ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুল মতিন অভি, মোজাম্মেল হক, আজাহার আলী, ইউপি সচিব আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন।