৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল তুলতে গিয়ে প্রাণ হারালো বৃদ্ধ

আমাদের প্রতিদিন
1 month ago
171


সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাসোনাতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল তুলতে গিয়ে প্রাণ হারালো এক বৃদ্ধ। স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্র্মসূচির চাল বিতরণ করা হচ্ছিল। ঘটনার দিন গত ২৩ আগস্ট (বুধবার) বিকালে একই ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের ছায়দার রহমান (৭২) খাদ্যবান্ধব কর্মসূচির চাল তুলতে যায়। এ সময় একই উপজেলার উল্যাসোনাতলা গ্রামের চাল ব্যবসায়ী জামাল ও তার ছেলে ওই বৃদ্ধের নিকট থেকে চাল বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি হলে বৃদ্ধ মাটিতে লুটে পড়ে। পরে লোকজন উদ্ধার করে ভ্যানযোগে সবুজ বাংলা হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। ঘটনাটি জানাজািন হলে পুলিশ নিহত ওই বৃদ্ধের বাড়ীতে যায়। এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে  বৃহস্পতিবার গাইবান্ধা মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি রাকিব হোসেন জানান সংবাদ পেয়ে নিহত ওই বৃদ্ধেল লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

  

সর্বশেষ

জনপ্রিয়