৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

রংপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে  নারীমুক্তি কেন্দ্রের  মানববন্ধন-সমাবেশ

আমাদের প্রতিদিন
1 month ago
258


নিজস্ব প্রতিবেদক:

নাটক,সিনেমা বিজ্ঞাপনে নারীদেহের অশ্লীল উপস্থাপন বন্ধ,নারী শিশু নির্যাতন,খুন,ধর্ষণ,মাদক-জুয়া, মৌলবাদ,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান এবং রংপুর সিটি কর্পোরেশনের নারী পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার  বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামরুন্নাহার খানম শিখার সভাপতিত্বে উক্ত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সংগঠক সীমা রানী,আনোয়ারা বেগম প্রমূখ। বক্তাগন বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিন কে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে।প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। সেই সংগ্রামী চেতনাকে ধারণ করা আজকের দিনে আমাদের খুব প্রয়োজন।নেতৃবৃন্দ সেই চেতনার শক্তিতে ঘরে -বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধসহ মাদক -জুয়া- পর্নোগ্রাফি, নাটক - সিনেমা - বিজ্ঞাপনে নারী কে পণ্য হিসেবে উপস্থাপন, নারী-শিশু নির্যাতন -হত্যা ও মৌলবাদ -সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বাড়ানোর ন্যায্য আন্দোলনে নারীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তার বিচার উক্ত সমাবেশ থেকে দাবি করা হয়।আন্দোলনের অপরাধে জুম্মাপাড়ার হরিজন কলোনির নেতাদের বাড়িতে হামলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও নারীদের হুমকি দেয়ারও ঘোর নিন্দা জানানো হয়।অবিলম্বে আন্দোলনকারীদের ন্যায্য দাবি পূরণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়