কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জাম সহ ছয়জন গ্রেফতার

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় টাকা দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা ও তাস সহ জুয়া খেলার সরমঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার গ্রেফতারকৃতদের জুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
ওসি মোন্তাছের বিল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার টেপামুধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে বাঁশ ঝারে এবং বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে টাকা দিয়ে জুয়া খেলার সময় পূর্ব রাজিব গ্রামের আমিরুল ইসলাম (২৩),খোপাতী গ্রামের মোঃ মিলন মিয়া (২৭), মোঃ নুরুজ্জামান (৩২), বেটুবাড়ী মোঃ জাহেদুল ইসলাম (৫০),মোঃ মজিদুল ইসলাম (৩৫) ও ভূতছাড়া গ্রামের মোঃ তালেব মিয়াকে (৫০) আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার টাকা এবং তাস সহ জুয়া খেলার সরমঞ্জাম জব্দ করা হয়। ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, আটক ছয়জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছে।