৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
199


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

স্কাউটিং করি,স্মার্ট বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের  ডে ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের আয়োজনে শনিবার (২৬ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণে ডে ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি নাহিদ তামান্না। গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপের  সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মোঃ তহির উদ্দিন,বাংলাদেশ স্কাউট গঙ্গাচড়া উপজেলা কমিশনার মতিয়ার রহমান। এসময় ক্যাম্প চিফ ও গ্রুপ সম্পাদক আবুল কাশেম, স্কাউট লিডার জাহানুর ইসলাম (রাজু), গার্ল ইন স্কাউট লিডার আয়শা সিদ্দিকা, উপজেলা কাব লিডার ও ক্যাম্প কর্মকর্তা সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন, ক্যাম্প কর্মকর্তা রিয়াজুল ইসলাম, হীরা রায়, আব্দুর রহিম, হাফিজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ, গণমাধ্যম কর্মী নির্মল রায়সহ স্বেচ্ছাসেবী রোভারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাইকিং, স্কাউট দক্ষতা ও তাঁবু জলসা এবং সনদপত্র বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়