হারাগাছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইদুল ইসলাম হ্যালোকে (৪০) গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে তাকে হারাগাছ থানাধীন চওরাহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইদুল ইসলাম হ্যালো রংপুর সদরের কোর্ট কার্তিক গ্রামের মৃত মাহাফজার রহমানের ছেলে।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এএসআই উজ্জল জানান, ২০০৯ সালের মাদক মামলায় আসামী সাইদুল ইসলাম হ্যালোকে যাবজ্জীবন সাজার রায় দেয় আদালত। রায়ের পর থেকে পলাতক থাকলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করে।
আজ শনিবার দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইদুল ইসলাম হ্যালো চওরাহাট বাজার এলাকা ঘুরাফেরা করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে তিনি সহ এএসআই রাশিদুল ইসলাম ও ফোর্স আশরাফুজ্জামান, আবু বক্কর সিদ্দিক চওরাহাট বাজারে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সাইদুল ইসলাম হ্যালোকে আটক করা হয়। এএসআই উজ্জল বলেন, আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাইদুল ইসলাম হ্যালোকে রংপুর আদালতে পাঠানো হবে।