১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

যমুনায় গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

আমাদের প্রতিদিন
1 month ago
113


সাঘাটা (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটায় উপজেলার যমুনা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল জলিল সরদার (৭২) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) রংপুর ইউনিটের ফায়ার সার্ভিসের একটি দল ওই বৃদ্ধকে উদ্ধার চেষ্টা অব্যাহত রাখছেন।  নিখোঁজ আব্দুল জলিল সরদার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের ফজলু মুন্সির ছেলে।   স্বজনরা জানায়, শুক্রবার (২৫ আগস্ট) বিকেলের দিকে আব্দুল জলিল সরদার দক্ষিণ সাথালিয়া এলাকাস্থ যমুনা নদীতে গোসল করতে যায়। এরই মধ্যে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল খোঁজাখুঁজি করছেন।

এ তথ্য নিশ্চিত করে সাঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, আজ বিকাল  সাড়ে ৩ টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। তাকে উদ্ধার চেষ্টায় রংপুর ইউনিটের ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়