৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

হেক্সা মিশন নিয়ে কাতারে ব্রাজিল

আমাদের প্রতিদিন
1 year ago
699


ক্রীড়া ডেস্ক:

সবশেষ দল হিসাবে কাতারের দোহায় পৌঁছল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার রাতে মরুর বুকে পা রেখেছে সেলেসাওরা। ইতালির তুরিন থেকে যাত্রা করে কাতারের স্থানীয় সময় মধ্যরাতে নেইমার-ভিনিসিউসদের বহনকারী ফ্লাইটটি দোহা বিমানবন্দরে অবতরণ করে।

হেক্সা জয়ের মিশনে বাছাইপর্বে দারুণ খেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৫ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

ব্রাজিল ২০০২ বিশ্বকাপে শিরোপার সাধ পেয়েছিল। এ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন রোনাল্ডো-রোনালদিনহো। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই দশক। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেলেসাওদের শিরোপার আক্ষেপ মেটেনি।

এদিকে রোববার কাতারের আল আরাবি স্টেডিয়ামে অনুশীলন করবে নেইমার বাহিনী। এর আগে ইতালির তুরিনে পাঁচ দিনের অনুশীলন সারে সেলেসাওরা।

উল্লেখ্য, বিশ্বকাপের ২২তম আসরে ‘জি গ্রুপে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। এদিন দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া গ্রুপ পর্বে অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

সর্বশেষ

জনপ্রিয়