গঙ্গাচড়ায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর শংকরদহ ও রবিবার দুপুরে উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার ও চাল। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার তিস্তা নদী বিধৌত ৭টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এতে পানি বন্দী হয়ে পরে অসংখ্য লোকজন।
বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান মোকারম হোসেন সুজন, অধ্যক্ষ রোকনউজ্জামান,ইউপি সদস্য মনছুর আলী উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা দুর্গত এলাকায় সার্বক্ষনিক মনিটরিং রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে।