৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

নীলফামারীর কিশোরগঞ্জে নদীর পাড়ে যুবকের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
4 weeks ago
92


নীলফামারী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ধাইজান নদীর পাড়ে বালুচাপা দেয়া  অজ্ঞাত ব্যাক্তির দিগম্বর লাশ উদ্ধার । কিশোরগঞ্জ থানা ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া বাঁশের সাঁকোর  সর্নিকোটে   নদীর পাড় থেকে রবিবার বিকালে এক ব্যাক্তির  লাশটি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৩৫ বছর বয়সী ব্যাক্তির পড়নে কাপড়  ছিল না। কে বা কারা তাকে মেরে ফেলে বালুর মধ্যে পুঁতে রাখে। রবিবার সকালে কুকুর-শিয়াল তাকে  বালুচাপা থেকে টেনেহেচরে বের করলে তা জানাজানি হয়। বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, প্রায় সপ্তাহ খানেক আগে মাছুয়াপাড়া বাশোপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মোর্শেদুল হক (৩৫) নিখোঁজ হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। ওই লাশটি বিকৃত হওয়ার কারণে পরিবারের লোকজন তাকে সনাক্ত করতে পারেনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান,লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।ক্লু বের করার জন্য পুলিশ কাজ করতেছে।

   

সর্বশেষ

জনপ্রিয়