৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

সুন্দরগঞ্জে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায়,কেন্দ্র সচিব বহিস্কার

আমাদের প্রতিদিন
3 weeks ago
35


আসাদুল ইসলাম,সুন্দরগঞ্জ:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল প্রশ্নপত্রে আলিম পরীক্ষা নেয়ার ঘটনায় কেন্দ্র সচিব ওয়াই এম আব্দুল্লাহকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে পরীক্ষা পরিচালনা কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রকের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব অবহেলার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

এর আগে রোববার উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত কেন্দ্র সচিব ওয়াই এম আব্দুল্লাহ ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

পরিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময় অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়ার পরেই শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন।

মো.আব্দুল আজিজ নামে এক পরীক্ষার্থী বলেন, ‘আমরা পরীক্ষার্থীরা বিষয়টি খেয়াল করতে পারিনি, করিনি। কিন্তু যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন, তারা তো ভুল প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছেন। ফলাফল আসবে কি না— এ নিয়ে সন্দেহ রয়েছে।’

পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ট্যাগ অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর বলেন, ‘বিষয়টি পরীক্ষা চলাকালে কেউ আমাকে জানায়নি। যদি ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব কেন্দ্র সচিবের, এ দায় আমার নয়।’

সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল বলেন, ‘ভুল প্রশ্নপত্রে পরীক্ষায় নেয়া ঠিক হয়নি, বিষয়টি উদ্বেগজনক। যদি বোর্ড চায়, তাহলে এই প্রশ্নপত্রের আলোকে খাতা দেখার নির্দেশ দিতে পারে, তবেই পরীক্ষার্থীদের ফলাফল আসবে।’

এ বিষয়ে কেন্দ্র সচিব আব্দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অন্য জন ফোন রিসিভ করে।তাই তার মন্তব্য পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জের ইউএনও মোহাম্মদ-নূর-এ আলম বলেন, ‘পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত এবং পরীক্ষা নিয়ন্ত্রকের পরামর্শে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ কেন্দ্র সচিবকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।নতুন কেন্দ্র সচিবকে দায়িত্ব দেয়া হচ্ছে। আগামীকাল থেকে তিনি এ দায়িত্বপালন করবেন।’

সর্বশেষ

জনপ্রিয়