৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

ঋণ খেলাপির দায়ে আশরাফ সীড স্টোর লিমিটেডের চেয়ারম্যানের ৪ মাসের আটকাদেশ মঞ্জুর

আমাদের প্রতিদিন
3 weeks ago
71


সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঋণ খেলাপির দায়ে আশরাফ সীড স্টোর লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি'র বিরুদ্ধে ৪ মাসে আটকাদেশ মঞ্জুর করেছেন বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ ১ম আদালত। গত ১ আগষ্ট ২০২৩ ইং তারিখে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ ১ম আদালতের জজ সুলতান মাহমুদ আটকাদেশ মঞ্জুর করেন। মামলা সুত্রে জানাযায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সুন্দরগঞ্জ শাখা'র পক্ষে শাখা ব্যবস্থাপক আশরাফ সীড স্টোর লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে খেলাপি ঋনের দায়ে অর্থ ঋন আদালত আইন ২০০৩/৩৩ ধারা মোতাবেক বিজ্ঞ যুগ্ম জেলা জজ ও অর্থ ঋণ

১ম আদালত গাইবান্ধা। অর্থ ডিক্রিজারী মোকাদ্দেমা নং ২৪/২০২০ নিলাম বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করেন। তবে নিলামের ভারিখে নিলাম অনুষ্টিত হয় না। ডিক্রিদার বাদী আদালতে হাজির হয়ে নিলাম পত্রিকাসহ বিবাদীর বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশের প্রার্থনায় গত ২৪/৪/২০২৩ ইং তারিখে দরখাস্ত শুনানী উপস্থাপন করা হয়। বিবাদী দেনদারের পক্ষে অর্থ ঋন মোকাদ্দেমা ২৬৬/১৮ নং মামলায় গত ০৯/০১/২০২০ ইং তারিখে ৩৪,০১,৪৪,৩০৮ টাকার ডিক্রি হয়।

দেনদার বিবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে ডিক্রিকৃত টাকা পরিশোধ না করায়। বাদী ডিক্রিদার ব্যাংক পক্ষ ডিক্রির টাকাসহ সুদাসলে ৪১.১৯,০৮,৪৬৭ টাকা আদায়ের অত্র জারী মামলা আনায়ণ করেন। বিবাদী দেনদারের প্রতি সমান নোটিশ জারী হবার পরও দাবীকৃত টাকা পরিশোধ করেন নাই। বিবাদী দেনাদার গত ২৫/০৫/২০১২ ইং তারিখে ওকালতনামা সম্পদনে আদালতে হাজির হইয়া অত্র জারী মামলা খারিজের আদেশ প্রার্থনা করেন। যাহার শুনানী গত ০৪/০৭/২০১২ ইং তারিখে নামঞ্জুর হয়। ডিক্রিদার পক্ষে দরখাস্ত দাখিলে দেনাদারের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশেরর আদেশ প্রার্থনা করেন। দরখাস্ত ও নথি পর্যালোচনায় দেখা যায় নালিশী সম্পত্তি নিলাম বিক্রয় পূর্বক টাকা আদায়ের প্রচেষ্টায় নিলাম বিজ্ঞপ্তি জয়ী করা হয়। এবং বাদীর পক্ষের প্রার্থনা বিবেচনা করে বিবাদীকে ৪ মাসের আটকাদেশের আদেশ মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ

জনপ্রিয়