৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রামসাগর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করতে রেলমন্ত্রীআজ সাঘাটায় আসছেন

আমাদের প্রতিদিন
3 weeks ago
102


সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি: 

বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি উত্তরাঞ্চলের রামসাগর এক্সপ্রেস ট্রেনটি  চালুর কার্যক্রম উদ্বোধন করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার গাইবান্ধার সাঘাটার বোনার পাড়ায়  আসছেন। রেলমন্ত্রী সকাল ১০টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে রামসাগর ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। পরে  সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি র।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

উল্লেখ্য উত্তরাঞ্চলের বহুল প্রত‍্যাশিত রামসাগর এক্সপ্রেস ট্রেনটি একযুগ আগে চলাচল বন্ধ থাকায়  সাঘাটা-ফুলছড়ি তথা গাইবান্ধা অঞ্চলের যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হওয়ায় ট্রেনটি বন্ধের পর থেকেই ওই  অঞ্চলের মানুষ ট্রেনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, সভা সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। এলাকাবাসির দীর্ঘ দিনের এই দাবির প্রেক্ষিতে  (সাঘাটা-ফুলছড়ি)৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন উপনির্বাচনে বিজয়ী হয়েই এলাকাবাসিকে ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দেন।  সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে  রেল মন্ত্রণালয়ে প্রচেষ্টা চালিয়ে তিনি  ট্রেনটি পুনরায় চালুর অনুমতি নিতে সক্ষম হন। সেই কাঙ্খিত রামসাগর এক্সপ্রেস ট্রেনটি আজ মঙ্গলবার  পুনরায় উদ্বোধনের মধ্যদিয়ে গাইবান্ধাবাসির দীর্ঘ দিনের দাবি পুরনের পাশাপাশি উত্তরাঞ্চলের রেলওয়ের  যাত্রীদের দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। ফলে নতুন করে দেখা দিয়েছে এই অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ উল্লাস ।

সর্বশেষ

জনপ্রিয়