দিনাজপুরে অটোরাইস মিলে বয়লারের হেডার বিস্ফোরণ:গুরুতর দ্বগ্ধ শ্রমিক

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে একটি অটোরাইস মিলের বয়লারের হেডার বিস্ফোরনে গুরুতরভাবে দ্বগ্ধ হয়েছেন সুমন (২২) নামে এক শ্রমিক। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর সদর উপজেলার রাজবাটী কাটাপাড়া নামক স্থানে প্রগতি অটোরাইস মিলে আজ সোমবার (২৮ আগষ্ট) এই বিস্ফোরনের ঘটনা ঘটে।
আহত শ্রমিক সুমন দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী কাটাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। সেই ওই অটোরাইস মিলের অপারেটরের সহকারী হিসেবে কর্মরত ছিলো।
মিলে কর্মরত শ্রমিকরা জানায়, কয়েকদিন থেকে মিলটি বন্ধ ছিলো। সোমবার সকালে মিলটি চালু করার পর হঠাৎ বয়লারের উপরে হেডারটি বিস্ফোরিত হয়। এতে সেখানে কর্মরত মিল অপারেটরের সহকারী সুমন গুরুতরভাবে আহত হয়। তার শরীরের বেশীরভাগই দ্বগ্ধ হয়। তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, বেশ কিছুদিন থেকে মিলটি বন্ধ ছিলো। একটি পুরাতন হেডার এনে বয়লারের উপর স্থাপন করে মিলটি সোমবার চালু করা হয়। এরপরেই ঘটে বিস্ফোরন। বয়লারের পুরাতন হেডার ব্যবহার করার কারনেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারনা করছেন শ্রমিকরা।
প্রগতি অটোরাইস মিলের সহকারী ম্যানেজার (পারসেজার) সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে মিলের বয়লারের উপরে স্থাপিত ট্যাংক (বয়লারের হেডার) ফেটে গিয়ে গরম পানিতে দ্বগ্ধ হয় শ্রমিক সুমন। তাকে উদ্ধার করে প্রথমকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এই দুর্ঘটনার পর সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় আহত শ্রমিকের সর্বোত্তম চিকিৎসার ব্যাপারে জেলা প্রশাসন খোঁজখবর নিচ্ছেন। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসন এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, মিল মালিকের কোন ত্রæটির কারনে এই দুর্ঘটনা ঘটেছে কি-না, তা নিরূপণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।