৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

গঙ্গাচড়ায় মাতৃ ও নবজাতকের মৃত্যুর হার কমানো ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
88


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এর অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে আজ সোমবার (২৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান  আলহাজ্ব রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা। অবহিতকরণ সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী ফারাজদুখ ভুইয়া। মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিকির উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ প্রমুখ। অবহিতকরণ সভায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুজহাত আনিকা, উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী খোরশেদুল ইসলামসহ মেডিকেল অফিসারবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জননী প্রকল্পের উপজেলা অফিসার মিজানুর রহমান ও মেহজাবিন খাতুন উপস্থিত ছিলেন।  সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, গর্ভবতী মায়ের চেক-আপ নিশ্চিত করণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়