৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

পীরগঞ্জের স্পিকারের বাই সাইকেল বিতরণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
77


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে স্থানীয় এমপি,জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমীন চৌধুরীর পক্ষে মিঠিপুর ইউনিয়নের ৫০ জন মেধাবী ও গরীব নারী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এ সময় তার সাথে ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাযহারুল আনোয়ার মোর্শেদ, সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, গরীব ও মেধারী নারী শিক্ষার্থীদের প্রণোদনা হিসেবে স্পিকার এ প্রকল্প হাতে নিয়েছেন। ইতিপূর্বে কয়েকটি ইউনিয়নে নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিতরণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ

জনপ্রিয়