৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

কাল পীরগঞ্জে আসছেন স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী

আমাদের প্রতিদিন
3 weeks ago
83


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড.শিরীন শারমিন চৌধূরী কাল বুধবার(২৯ আগষ্ট) পীরগঞ্জে আসছেন। তিনি কয়েকটি কর্মসুচিতে অংশ নেবেন বলে জানা গেছে। স্পিকারের কর্মসুচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় পীরগঞ্জের একবারপুর নলেয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন, বিকাল ২টায় মাদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  মতবিনিময় সভা, বিকাল ৩ টায় উপজেরা পরিষদে স্থানীয় নেতা কর্মি ও জনসাধারনের সঙ্গে সাক্ষাত, বিকাল ৪টা ১৫ সোলার ষ্ট্রিট লাইট স্থাপন উদ্বোধন,৪-৩০ মিনিটে উপজেলা পরিষদে অডিটোরিয়ামে সেলাই মেশিন প্রদান ও আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন এবং বিকাল সাড়ে ৫টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন। এরপর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্যেশ্যে রওয়ানা দেবেন বলে স্পিকারের অতিরিক্ত ও একান্ত সচিব  এমএ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সফরসুচিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়