লক্ষীটারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ আলো প্লাস প্রজেক্টের আয়োজনে, ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ (ইউএসএ) এর অর্থায়নে বুধবার (৩০ আগস্ট) সকালে লক্ষীটারী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থাপন করেন
ইসলামিক রিলিফ আলো প্লাস প্রজেক্টের এপিও মোঃ কাওছার আহমেদ। বক্তব্য রাখেন লক্ষীটারী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য মনছুর আলী, দুলাল মিয়া, আমানত আলী, আব্দুল বাকী, মনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, রমজান আলী, মমিনুর ইসলাম, জয়নাল আবেদীন, লাইজু বেগম, মানিকা বেগম, রেজিয়া খাতুন, ইউপি সচিব নুরুন্নবী ইসলাম,
লক্ষীটারী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী মুন্সি, গণমাধ্যম কর্মী নির্মল রায়,ব্যবসায়ী আব্দুল আজিজ রাজু, ইসলামিক রিলিফ আলো প্লাস প্রজেক্টের কমিউনিটি মবিলাইজার মাহমুদ আব্দুল মহসীও। এসময় লক্ষীটারী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।