১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

ফের বন্ধ হলো বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন

আমাদের প্রতিদিন
1 month ago
53


পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির বর্তমান ফেইজের কয়লার মজুত শেষ হওয়ায় আজ বুধবার(৩০ আগষ্ট থেকে)  ফের বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন। নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলনের জন্য যন্ত্রপাতি স্থানান্তর ও চালু করতে সময় লাগবে প্রায় দুই মাস। ফলে  খনিতে দুই মাস বন্ধ থাকবে কয়লা উত্তোলন। এসব কাটিয়ে চলতি বছরের অক্টোবরের শেষে কয়লা উত্তোলন পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন খনি শংশ্লিষ্টরা।

এর আগে কয়লা খনির  ১১১৩ ফেইজ থেকে  ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে  বিদ্যুৎ উৎপাদনের জন্য সরবরাহ করা হয়। নতুন ফেইজ চালু হলে সেখান থেকে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে বলে লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে  বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। যা দিয়ে দুই মাস বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট সচল রাখা যাবে । এ বিষয়ে কয়লা খনির এমডি সাইফুল ইসলামের সাথে কথা হলো জানান, একটি ফেইজ থেকে কয়লা উত্তোলনের পর নির্মাণ  করতে দু মাস সময় লাগে যে কারণে কয়লা উত্তোলন বন্ধ থাকে। এটি একটি রুটিন ওয়ার্ক।

 

  

সর্বশেষ

জনপ্রিয়