১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

সাঘাটায় শিশুর মরদেহ উদ্ধার করলো পুলিশ

আমাদের প্রতিদিন
1 month ago
36


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিয়াম মন্ডল (১০) নামের অসুস্থ শিশুকে ঘরে রেখে তার মা সেলিনা বেগম গরুর বাঁধতে মাঠে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ছেলের মৃতদেহ। এমন দাবি সেলিনার। তবে সিয়ামের চাচা হাফিজ পাগলার দাবী এই  শিশুকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের  উত্তর দীঘল কান্দি (চরাঞ্চল) গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম মন্ডল ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। নিহতের মা সেলিনা বেগম জানায়, সিয়াম বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলো। বুধবার সকালে তাকে ঘরে রেখে গরু বাঁধতে মাঠে যাই। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে দেখি সিয়ামের মৃতদেহ পড়ে রয়েছে। এদিকে, সিয়ামের চাচা হাফিজ পাগলা  বলেন, ধারণা করা হচ্ছে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। সিয়ামের  মা ও মামা এ হত্যাকাণ্ড  ঘটাতে পারে। হলদিয়া  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম  বলেন, সিয়াম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় স্বজনদের মধ্যে কেউ বলেছে অসুস্থতার কারণে আবার কেউ বলেছে সিয়ামকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়