৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আমাদের প্রতিদিন
3 weeks ago
58


কুড়িগ্রাম প্রতিনিধি :

বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ আগস্ট দুপুরে শহরের মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দাদা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, সহকারী সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক জিএস আনিসুর রহমান ফিরোজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, রিজভী আহমেদের মত বিএনপির শীর্ষস্থানীয় নেতাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার ব্যর্থ চেষ্টার উদ্দেশ্যে এমন মিথ্যা মামলা গ্রেফতারী পরোয়ানা দেয়া হয়েছে। অবিলম্বে হয়রানি বন্ধসহ এসব মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবি জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়