১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

রামসাগর এক্সপ্রেস চালুর একদিন  আগে বন্ধ কাঞ্চন কমিউটার ট্রেন

আমাদের প্রতিদিন
1 month ago
68


দিনাজপুর প্রতিনিধি:

দীর্ঘ প্রায় একযুগ পর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন চালু হলেও এর একদিন আগে রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারনে বন্ধ হয়েছে দিনাজপুরের পার্বতীপুর-পঞ্চগড় রূটের ‘কাঞ্চন কমিউটার’ ট্রেন। কাঞ্চন কমিউটার ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবি, শিক্ষার্থী, নিম্নআয়ের সবজী বিক্রেতাসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আউয়াল স্বাক্ষরিত গত ২৪ আগষ্ট এক পত্রে জানানো হয়-রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারনে ৪১/৪২ নং ‘কাঞ্চন কমিউটার’ ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। একই পত্রে গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি চালুর কথা জানানো হয়।

ভুক্তভোগীরা জানিয়েছেন, কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে পার্বতীপুর রেলস্টেশন থেকে ছাড়তো সকাল ৮টায়। দিনাজপুর রেলস্টেশনে এসে পৌছতো সকাল ৮টা ৪৫ মিনিটে। এই সময়ে ট্রেনটি চলাচল করায় পার্বতীপুর থেকে শ্রমজীবি মানুষ সহজেই দিনাজপুরে আসতে পারতো। বিশেষ করে পার্বতীপুর বা চিরিরবন্দর থেকে নি¤œআয়ের সবজী বিক্রেতারা দিনাজপুরে এসে বাজারে বেচাকেনা করতে পারতো। এছাড়াও পার্বতীপুর ও চিরিরবন্দর থেকে বিভিন্ন কর্মজীবি মানুষ দিনাজপুরে অফিস টাইমে পৌছতে পারতো। শিক্ষার্থীরা দিনাজপুরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারতো। এছাড়াও সকাল ৮টা ৪৫ মিনিটে দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ায় দিনাজপুরে অবস্থানরত বোচাগঞ্জ, পীরগঞ্জ বা ঠাকুরগাঁওয়ে কর্মরত মানুষ নির্ধারিত সময়ে অফিসে পৌছতে পারতো। গত ২৮ আগস্ট থেকে কাঞ্চন কমিউটার ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এসব মানুষ।

বিপাকে পড়া এসব মানুষ জানান, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেলস্টেশনে এসে পৌচছে দুপুর সাড়ে ১২ টায়। এই সময়ে দিনাজপুর থেকে বোচাগঞ্জ, পীরগঞ্জ বা ঠাকুরগাঁও গিয়ে তারা অফিস করতে পারছেন না। এতে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি তাদের কোন কাজে লাগবে না।

পার্বতীপুর বা চিরিরবন্দর থেকে দিনাজপুরে সবজী বিক্রি করতে আসা নি¤œ আয়ের সবজী বিক্রেতারা জানান, তারা কম খরচে পার্বতীপুর বা চিরিরবন্দর থেকে এসে দিনাজপুরে সবজী বিক্রি করতে পারতো। সেই পথ তাদের বন্ধ হয়ে গেলো। এখন দুপুরে এসে তাদের কোন কাজ হবে না।নিম্ন আয়ের এসব সবজী বিক্রেতা বা শ্রমজীবি মানুষ কাঞ্চন কমিউটার ট্রেনটি আবারও চালুর দাবী জানিয়েছে। বিপাকে পড়েছেন দিনাজপুরে অধ্যয়নরত পার্বতীপুর ও চিরিরবন্দরের শিক্ষার্থীরাও। 

কাঞ্চন কমিউটার ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এসব শ্রেনীর মানুষের অসুবিধার কথা স্বীকার করেন দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমানও। তিনি বলেন, গত ২৮ আগষ্ট থেকে বন্ধ রয়েছে কাঞ্চন কমিউটার ট্রেন। তবে তিনি বলেন, সাময়িকভাবে কাঞ্চন কমিউটার ট্রেনটির চলাচল স্থগিত রাখা হয়েছে। যেকোনো সময় ট্রেনটি পার্বতীপুর থেকে দিনাজপুর হয়ে আগের মতো চলাচল করবে।

স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান আরও জানান, গত বুধবার (৩০ আগষ্ট) থেকে গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড় পর্যন্ত চালু হয়েছে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি। বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে বোনারপাড়া থেকে ছেড়ে দিনাজপুর হয়ে মেইল ট্রেনটি উত্তরের শেষ জেলা পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। ৪০ মিনিট দেরিতে বেলা ১১টা ৩৫ মিনিটের স্থলে ১২টা ২৫ মিনিটে ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। ৫ মিনিটের যাত্রাবিরতি দিয়ে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় এটি।

উল্লেখ্য, গত ২৯ আগষ্ট দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ বন্ধ হয়ে যায় ট্রেনটি। রামসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছাড়বে এবং দিনাজপুর রেলওয়ে স্টেশন হয়ে পঞ্চগড়ে গিয়ে পৌছবে বেলা ২টা ৫০ মিনিটে। আবার বিকেল ৫টা ২০ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে দিনাজপুর হয়ে বোনারপাড়া গিয়ে পৌছবে রাত দেড়টায়।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করতে গিয়ে ‘কাঞ্চন কমিউটার’ ট্রেন বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সর্বশেষ

জনপ্রিয়