সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন করলেন এমপি রিপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ আগস্ট বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটু, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুজ্জামান, সাঘাটা থানা ওসি রাকিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, সোনালী ব্যাংক বোনারপাড়া শাখা ম্যানেজার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায় সহ সকল প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সবার উদ্দেশ্যে মাহমুদ হাসান রিপন এম.পি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালুর মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই স্কিম চালু করেছেন। তিনি আরও বলেন, আমি স্বল্প সময়ে সাঘাটা ফুলছড়ির মানুষের জন্য যত উন্নয়নমূলক কাজ করতে পারবো তা হবে আমার অর্জন, এ অর্জনকে সফল করতে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগীতা প্রয়োজন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন প্রান্তিক পর্যায়ে মানব কল্যানে স্ব-স্ব দপ্তর থেকে তা চিহ্নিত করে সমস্যাগুলোর তালিকা প্রণয়ন করার আহবান জানান। যা বাস্তবায়নে আমার সুবিধা হবে। এই স্কিম সম্পকে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারী চাকুরীজীবিদের প্রগতি স্কিম, স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মী সুরক্ষা স্কিম, স্বল্প আয়ের ব্যক্তিদের সমতা স্কিমের উপর বিষদ আলোচনা করেন। এছাড়াও সোনালী ব্যাংক বোনারপাড়া শাখার ম্যানেজার কামরুজ্জামান স্কিম সম্পকে বলেন, সর্বজনীন পেনশন স্কিমের জন্য ব্যাংকের আলাদা বুথ খোলা আছে সেখানে নীতিমালা অনুযায়ী সকল শ্রেণি পেশার মানুষ পেনশন স্কিমের উল্লেখিত রেজিষ্ট্রেশন করা সহ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা আছে, যে কেউ অফিস চলাকালীন সময়ে আসলে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া হবে।