৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

বাংলাদেশ বেতার শিল্পীদের সম্মানি বৃদ্ধি এবং তাদের সম্মানি থেকে ১০% কর্তন বন্ধের দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
66


শাহ্ আলম,রংপুর:

বাংলাদেশ বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি,রংপুর বেতার অঞ্চল এর আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর টাউন হল চত্বরের সামনে সকল বেতার ও টিভি শিল্পীদের উপস্থিতিতে তাদের সম্মানি বৃদ্ধি ও তাদের সম্মানি থেকে ১০% কর্তন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি জনাব বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মফিজুল ইসলাম মান্টু, মনোয়ারা বেগম, নজরুল ইসলাম চাঁদ, এ্যাডঃ মাসুম হাসান, ব্রজ গোপাল রায়,  মাজেদুর রহমান ঝন্টু, সাংবাদিক মাহবুবুল ইসলাম, মনজিল মুরাদ লাবলু, স্বপন কুমার পাল, রুপু মজুমদার, সাংবাদিক শাহ্ আলম, মামুন উর রশিদ, সুনীল সরকার, হাসান আলী, হাসানুজ্জামান নান্নু, নীল রতন সরকার, শাহীন শংকর রায়, এসবি সুমন, কাইফুল ইসলাম বাধন, আব্দুল জব্বার, মৌসুমি শংকর রিতা, পারভীন আক্তার, গণ সংগীত পরিবেশন করেন স্বপন কুমার পাল, রুপু মজুমদার, রনজিত কুমার রায় ও শাহীন আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলাহী ফারুক।

সর্বশেষ

জনপ্রিয়