৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে সাপের কামড়ে সাপুড়ে মাইদুলের মৃত্যু

আমাদের প্রতিদিন
2 weeks ago
71


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপের কামড়ে মাইদুল ইসলাম (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের  নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়া পুত্র। শনিবার বিকেলে সাপ তাকে কামড় দিলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

স্থানীয়রা  জানান, দীর্ঘদিন ধরে মাইদুল সাপের খেলা দেখিয়ে ও এলাকার বিভিন্ন বাড়ীতে  সাপ ধরে এবং কবিরাজি ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।  আজ শনিবার দুপুরে তার গ্রামের পাশেই খেলা দেখানোর জন্য বাক্স থেকে একটি সাপ বের করার সময় তাকে দংর্শন করে। বিষয়টি তাতক্ষণিক কাউকে বুঝতে না দিয়ে মাইদুল বাড়ীতে এসে অসুস্থ হয়ে পরে। পরিবারের লোকজন ঘটনার প্রায় ৩ ঘন্টার পর গোবিন্দগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মাইদুল মারা যায়।

গোবিন্দগঞ্জের হরিরাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব সাপুড়িয়া মাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়