৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

রংপুর মহানগনে ২১ জন গ্ৰেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
89


কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে বিভিন্ন অভিযোগে গ্ৰেফতার হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করে পুলিশ। আজ রবিবার তাদেরকে পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনা (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ, কোতয়ালী থানা,  তাজহাট থানা ও পরশুরাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী, মাদক কারবারি, জুয়াড়ি এবং আদালতের ওয়ারেন্ট ভুক্ত ২১ জনকে আটক করে। এ সময় ১২৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক  সেবনের সরঞ্জামাদি এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ।  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গত ৬ জুলাইয়ে রংপুর মহানগর মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান ঘোষণা করেন। এরপর থেকে রংপুর মেট্রোপলিটন সকল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

সর্বশেষ

জনপ্রিয়