৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

কুড়িগ্রাম জেলা পরিষদে সেলাই মেশিন বিতরণ

আমাদের প্রতিদিন
2 weeks ago
60


কুড়িগ্রাম প্রতিনিধিঃ  

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মো. জাফর আলী।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো. ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী,রাজিবুপর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম,নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব,সদস্য আব্দুস সালাম,জহির উদ্দিন,সোহেল সরকার, একরামুল হক বুলবুলসহ সকল সদস্য ও জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য মাদুসা ডেইজী,শিউলী বেগম,আরমিন নাহার,প্রশিক্ষক ফাল্গুনী তরফদার,জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ । উল্লেখ্য, ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ৪৫জন দরিদ্র মহিলা প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ প্রদান করা হয়।  

সর্বশেষ

জনপ্রিয়