৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

হিলিতে বেগম রোকেয়া দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
390


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্যর‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে নারী নির্যাতন বন্ধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়। অনুষ্ঠানে চাকরি ও ব্যবসায় সাফল্য অর্জন করায় তিন নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সহকারী প্রোগ্রামার জান্নাতুল ফেরদৌস, হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়