৯ আশ্বিন, ১৪৩০ - ২৫ সেপ্টেম্বর, ২০২৩ - 25 September, 2023
amader protidin

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
38


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) উদযাপিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে দিনাজপুরে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

এ উপলক্ষে আজ  বুধবার দুপুর ১২ টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি দূর্গামন্ডপ প্রাঙ্গনে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ ও দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমর দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত মজুমদার ডলার।

আলোচনাসভা শেষে হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে বেলুন উড়িয়ে জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

এছাড়াও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়