বিরামপুরে জন্মাষ্টমী পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথী পালন করা হয়েছে। সকালে বিরামপুর পুরাতন বাজার বারোয়ারী কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির থেকে শোভাযাত্র নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে উপজেলা ও পৌর এলাকা এবং ৭টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন। দুপুরে কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কুÐর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ওসি সুব্রত কুমার সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য রুহুল আমীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুÐু, সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদৈত্য কুমার অপু, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সাহা, , খানপুর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন মÐল দোলন প্রমূখ।