কিশোরগঞ্জের জন্মাষ্ঠামী পালিত

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।
আজ বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন সনাতন ধর্মীয় হরি মন্দিরে হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়ের সঞ্চালনায় বাবু পতিরাম চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মোমিন, প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য মোশাররফ হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নূর ই আলম সিদ্দিকী, তোর প্রকাশনা বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার প্রকাশনা উপকমিটি সদস্য আমেনা কোহিনুর আলম, মঙ্গল প্রদীপ প্রচলন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান , হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রকৌশলী প্রতাপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ভূপতি মিত্র রায় প্রমুখ। এছাড়াও ৯ ইউনিয়নের পূজা কমিটির সদস্য বৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।