৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

বিরামপুরে দুর্বৃত্তের আগুনে কৃষকের স্বপ্ন বিনাশ

আমাদের প্রতিদিন
2 weeks ago
71


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার পল্লীতে কৃষকের মেসি ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাক্টরের চাকা পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় ঐ কৃষকের রোজগারের পথ বন্ধ হয়েছে। পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে।

থানার অভিযোগ সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার চকবসন্ত মোন্নাপাড়া গ্রামের মৃত: শহিদুল ইসলামে ছেলে কৃষক নূর ইসলাম। সে কিস্তির মাধ্যমে নিউ হলাÐ টিটি-৫৫ মডেলের একটি মেসি গাড়ি কিনেন। সেই গাড়ি দিয়ে অন্যের জমিতে হাল চাষ দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত রোববার রাতে তার উঠানে রাখা গাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ঐ গাড়ীর চাকার টিউব-টায়ার পুড়ে যাওয়ায় আর গাড়ি চালাতে পারছেন না। ফলে আয় রোজগারের পথ বন্ধ হওয়ায় নূর ইসলাম পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এসআই সরিফুল ইসলাম শাকিল জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়