৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

তেতুল পাড়‌তে গি‌য়ে প্রাণ গেল শিশুর

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে তেতুল গাছ থে‌কে প‌ড়ে আব্দুল্লা হোসাইন (১২) না‌মের এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (৬ সে‌প্টেম্বর) বি‌কেল সা‌ড়ে ৩টার দি‌কে ধামশ্রেণী ইউনিয়নের ঠাকুরবাড়ি বাজা‌রে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল্লা তার এক সহপাঠীসহ ঠাকুরবা‌ড়ি বাজা‌রের তেতুল গা‌ছে ওঠে। এ সময় পা পিছলে মা‌টি‌তে প‌ড়ে গেলে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। শিশু‌টির বাবার নাম রাজু আহ‌মেদ।

রাজুর বা‌ড়ি চিলমারী উপ‌জেলার বালাবা‌ড়ি এলাকায়। ত‌বে স্ত্রী সন্তান নি‌য়ে তিনি ঠাকুরবা‌ড়ি বাজা‌রের পা‌র্শ্ববর্তী বা‌সিন্দা শ্বশুর আব্দুল ল‌তি‌ফ সরকারের বা‌ড়ি‌তে বসবাস কর‌তেন।আব্দ‌ল্লাহ ইন্দারারপাড় সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে এক‌টি ইউডি মামলা করা হ‌বে।

সর্বশেষ

জনপ্রিয়