৮ আশ্বিন, ১৪৩০ - ২৪ সেপ্টেম্বর, ২০২৩ - 24 September, 2023
amader protidin

ঘোড়াঘাটে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
2 weeks ago
100


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সাথে উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক একরামুল হক, সাংবাদিক মোকলেছুর রহমান, সাংবাদিক গাফ্ফার প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, ভোরের কাগজ প্রতিনিধি শহিদুল ইসলাম আকাশ,  মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু, এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির, সাংবাদিক ফরিদুল ইসলাম, আবু সুফিয়ান, মনোয়ার বাবু সহ আরও অনেকে। শেষে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন এলাকার নানা ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা ও বিসিএস ৩৫ তম ব্যাচের কর্মকর্তা। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  হিসেবে  গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঘোড়াঘাটে যোগদান করেন। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়